৬২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ইউনাইটেড এয়ার

Looks like you've blocked notifications!

ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণের জন্য শেয়ারবাজার থেকে প্রায় ৬২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন সংগ্রহ করবে ইউনাইটেড এয়ারওয়েজ। এ ছাড়া অনুমোদিত মূলধন বাড়াবে কোম্পানিটি। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকায় উন্নীত করবে। এ জন্য সংঘবিধি ও স্মারকের সংশ্লিষ্ট অনুচ্ছেদে সংশোধন আনা হবে। 

এ ছাড়া অভিহিত মূল্য ১০ টাকায় ৬২ কোটি ৪৮ লাখ আট হাজার ৮০০টি সাধারণ শেয়ার বাজারে ছেড়ে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। 

এসব বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেওয়া হবে। আর এ জন্য ২৯ জুন রাজধানীর উত্তরা, সেক্টর-৮, বাসা ৯/বি-তে বিশেষ সাধারণ সভায় (ইজিএমে) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল সাত টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ ১১ টাকা ৫০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১.৯৮।