স্টার গ্রাহকদের জন্য চট্টগ্রামে গ্রামীণফোনের ইফতার

চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে স্টার গ্রাহকদের জন্য গতকাল শনিবার ইফতার মাহফিল আয়োজন করে গ্রামীণফোন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত স্টার গ্রাহকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান শাহ মো. ইব্রাহীম আজাদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টার গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে গ্রামীণফোন। টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৫১ মিলিয়নেরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘চলো বহুদূর’-এর আওতায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।