জিরাবোতে ভিশন এম্পোরিয়ামের শোরুম উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য ভিশন এম্পোরিয়ামের সাভারের জিরাবোতে একটি খুচরা বিক্রির দোকান চালু করেছে।
গত শুক্রবার বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন ভিশন এম্পোরিয়ামের চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম। আজ রোববার আরএফএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের ন্যাশনাল সেলস হেড মিজানুর রহমান ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে রাহাত জাহান শামীম বলেন, এই আউটলেটে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে। সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ইলেকট্রনিক্স পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে শোরুম চালু করছে ভিশন এম্পোরিয়াম।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখন ভিশন এম্পোরিয়ামের ৭৫টি আউটলেট রয়েছে।