বেস্ট ইলেকট্রনিক্সের ১৮টি নতুন শো রুম উদ্বোধন
দেশে মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লি. আজ শনিবার সারাদেশে একযোগে আরো ১৮টি নতুন শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সার্প রোক্সি সেলস অ্যান্ড সার্ভিস কোম্পানি, জাপানের ব্যবস্থাপনা পরিচালক তাদাশি ওহইয়ামা সান আনুষ্ঠানিকভাবে শো রুমগুলো উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার ও বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক, পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড যাত্রা শুরুর পর দেশব্যাপী এই পর্যন্ত প্রায় ৯৫টিরও বেশি নিজস্ব শো রুম পরিচালনার মাধ্যমে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নগদ ও সহজ কিস্তিতে আন্তর্জাতিক মান সম্পন্ন মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাত করছে।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকৃত শো রুমগুলো হলো ঢাকার নূরজাহান রোড, মিরপুর-১, কাজীপাড়া, চট্টগ্রামের হালিশহর, বরিশাল, শরীয়তপুর, সাহজাদপুর, সিরাজগঞ্জ, নরসিংদী, গাজীপুর মাওনা চৌরাস্তা, টাঙ্গাইল রোড, গাজীপুর, চন্দনা, চৌরাস্তা, হেমায়েতপুর সাভার, বাগেরহাট, ডাক বাংলা খুলনা, যশোর আরএন রোড, যশোর পালবাড়ী, কুষ্টিয়া ও রাজবাড়ী।