ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক কমল
ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক তিন শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার জাতীয় সংসদে ইন্টারনেট ব্যবহারে আরোপ করা পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে তিন শতাংশ করার প্রস্তাব করেন। দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর বক্তব্যের পরই অর্থবিল ২০১৫ পাস হয়।
গত ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সেবায় পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন।
জাতীয় সংসদে আজ পাস হওয়া ওই বিলে চলতি বছরের ১ জুলাই থেকে শুরু ২০১৫-১৬ অর্থবছরের জন্য আর্থিক বিধানসংবলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়েছে। বিলে উল্লেখিত বিধানগুলো আগামী ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে।