কর কমাতে তামাক কোম্পানি ভুল তথ্য দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘তামাক কোম্পানিগুলো সরকারকে কর দিলেও লাখ লাখ মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’ প্রতি বছর কর কমানোর জন্য বিড়ি শ্রমিকদের সংখ্যা নিয়ে তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকারকে ভুল তথ্য দেয় বলে জানান তিনি।
আজ রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) আয়োজিত তামাক নিয়ন্ত্রণ বিষয়ক একটি সেমিনারে এ কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। পিকেএসএফ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে এম এ মান্নান বলেন, ‘বলা হয় আমাদের যে কয়েক লাখ শ্রমিক জড়িত। তারা নাকি বংশানুক্রমিক কাজ করছে এবং তাদের নাকি কোনো বিকল্প কাজ নেই। এত ক্ষতিকর একটা পেশায় বংশানুক্রমিক টিকে থাকা- এটা গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি।’
অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বৃহত্তম করদাতা হয়ে যদি বৃহত্তম ক্ষতিদাতা হয়, সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে।’
সেমিনারে আরো বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. আবদুল মালিক, পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ।