করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে

Looks like you've blocked notifications!

ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা এবারও অপরিবর্তিত থাকছে। দুই বছর ধরে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ছিল আড়াই লাখ টাকা। আগামী অর্থবছরের বাজেটেও তা একই রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেলে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী বছরে করমুক্ত আয়ের সীমা ও করের হারে কোনো পরিবর্তন হবে না।

তবে প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা তিন লাখ ৭৫ হাজার টাকার স্থলে চার লাখ টাকা প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ ছাড়া নারী ও ৬৫ বছরের তদুর্ধ্ব বয়সের ব্যক্তিদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ব্যক্তির করদাতা চার লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি তাঁর জীবনের ১১তম বাজেট উপস্থাপন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে টানা নবমবারের মতো বাজেট দিচ্ছেন সাবেক এই ঝানু আমলা।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে তিনি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।