বিড়ি উৎপাদন বন্ধের প্রস্তাব অর্থমন্ত্রীর

Looks like you've blocked notifications!

ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থাকার কারণে আগামী তিন বছরের মধ্যে দেশে বিড়ির উৎপাদন বন্ধ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ বছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়েও বেশি। বিড়ি এখন আর বিড়ি নয়। এটি মোটামুটি একটি সস্তা সিগারেট এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

মুহিত বলেন, ‘বিড়ি শিল্পে যে শ্রমিক আগে ছিল এখন তার ৯০ ভাগই আর নেই। দেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং ধূমপানজনিত চিকিৎসা ব্যয় বিবেচনায় এই খাত টিকিয়ে রাখার যৌক্তিক কোনো কারণ নেই। আগামী তিন অর্থ বছরের মধ্যে এ দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেব।’

বিড়ির প্যাকেট ১৫ টাকা

আজ থেকে কার্যকর হওয়া নতুন মূলে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের মূল্য হবে ১৫ টাকা। এ ছাড়া ফিল্টারযুক্ত ২০ শলাকার প্যাকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

আবদুল মুহিত বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিড়ির ট্যারিফ মূল্য বিলুপ্তির পাশাপাশি ফিল্টারবিহীন ও ফিল্টারযুক্ত বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্কহার যথাক্রমে ৩০ ও ৩৫ শতাংশের কোনো পরিবর্তন করা হবে না।’