ফাস্টফুডে শুল্ক ও ভ্যাটের খড়্গ
চিকেন ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, হটডগ ইত্যাদি ফাস্টফুডের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একই সঙ্গে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন কার্যকর হচ্ছে আগামী ১ জুলাই থেকে। এ আইনের আওতায় ফাস্টফুড কিনলে ভোক্তা পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। নতুন করে শুল্ক ও ভ্যাট আরোপের ফাস্টফুডের দাম বাড়বে একটু বেশিই।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে আমি এই মহান জাতীয় সংসদে শিশু-কিশোর ও তরুণ সমাজ তথা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে জাংক ফুডের ওপর অতিরিক্ত কর আরোপের আশ্বাস প্রদান করেছিলাম। সে কারণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফাস্টফুড প্রকারান্তরে জাংক ফুড জাতীয় পণ্যের স্থানীয় সরবরাহ পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাটের অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক আরোপের প্রস্তাব করছি।’
জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চার লাখ ২৬৬ কোটি এ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এতে উন্নয়ন ব্যয় এক লাখ ৫৯ হাজার ১৩ কোটি, অনুন্নয়ন রাজস্ব ব্যয় দুই লাখ সাত হাজার ১৩৮ কোটি টাকা ধরা হয়েছে।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে এডিপির আকার ছিল এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।