স্ট্যাটিজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
স্ট্যাটিজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। মিউচুয়াল ফান্ড ‘এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড’ বিষয়ে এই কাস্টোডিয়াল চুক্তি সই হয়।
এই চুক্তির অধীনে, ব্র্যাক ব্যাংক লিমিটেড স্ট্যাটিজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে মিউচুয়াল ফান্ড অপারেশন এর জন্য কাস্টোডিয়াল সার্ভিস দেবে।
ব্র্যাক ব্যাংক লিমিটেডের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং স্ট্যাটিজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এহসানুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টোডিয়াল সার্ভিস বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আযম, স্ট্যাটিজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের ম্যানেজার এবং কোম্পানি সেক্রেটারি মো. সাফাতুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।