গাজীপুরে রেইনবো পেইন্টসের শোরুম উদ্বোধন
গাজীপুরের টঙ্গীতে ‘রেইনবো পেইন্টস’-এর শোরুম উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার রেইনবো পেইন্টসের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান টঙ্গীর গাজীপুরা এলাকার কাজী নূর মোহাম্মদ সুপার মার্কেটে এই শোরুমটির উদ্বোধন করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার (মিডিয়া) কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উদ্বোধন হওয়া এই শোরুম থেকে ক্রেতারা রেইনবো ব্র্যান্ডের ইন্টেরিয়র-এক্সটেরিয়র, ইন্ডাস্ট্রিয়াল, কার পেইন্টস, উড ও ফ্লোর কোটিং, পেইন্টস রোলার, ব্রাশ, থিনারসহ বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী কিনতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে রেইনবো পেইন্টসের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান বলেন, এই নিয়ে রেইনবো পেইন্টসের দুটি শোরুম চালু হলো। ডিলার, রিটেইলার ও ক্রেতাদের কাছে খুব সহজে সেবা পৌঁছে দিতে একমাত্র রেইনবো পেইন্টসই ডিলারের পাশাপাশি নিজস্ব শোরুম চালু করেছে। আগামীতে সারা দেশে এক হাজার শোরুম চালু করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টসের ন্যাশনাল সেলস ম্যানেজার সাজ্জাদুল আলম, সেলস ম্যানেজার রাশেদুল ইসলাম, রিটেইল সেলস ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল ইসলাম, নাজমুল আকন্দ তুষারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।