ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। তবে হিসাব বছরের এপ্রিল-জুন সময়ে মুনাফা কমেছে দশমিক ৪৭ শতাংশ। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, অর্ধবার্ষিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে পাঁচ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৩ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৪২ পয়সা। অন্যদিকে চলতি হিসাব বছরের এপ্রিল-জুন মাসে মুনাফা হয়েছে তিন কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ৮০ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা হয় তিন কোটি ২১ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস ৮০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস দুই টাকা ৯২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৫ টাকা ৭৬ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২২ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ২৬ টাকা।