তাসকিন ব্র্যাক ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর
ক্রিকেটার তাসকিন আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ৬ জুলাই এ বিষয়ে ব্র্যাক ব্যাংক এবং তাসকিন আহমেদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব এবং তাসকিন আহমেদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তাসকিন আহমেদ তারুণ্য, প্রতিভা ও সম্ভাবনার প্রতীক। এই স্পিড আইকনের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ তাসকিনের ক্রিকেট সম্ভাবনার বাস্তবে রূপ নিতে সহায়ক হবে। বাংলাদেশি ব্যাংক হিসেবে দেশের মানুষের সম্ভাবনা পূরণে কাজ করে ব্র্যাক ব্যাংক।