আরএফএল নিয়ে এলো ‘ওয়াকার’ জুতা
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল বাজারে নিয়ে এসেছে ‘ওয়াকার’ জুতা। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রধান কার্যালয়ে জুতার মোড়ক উন্মোচন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
আজ রোববার আরএফএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরএন পাল বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সীদের কথা চিন্তা করে মানসম্পন্ন ও যুগোপযোগী মডেলের জুতা তৈরি করছে ‘ওয়াকার’। শিগগিরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘ওয়াকার’ শোরুম থেকে সাশ্রয়ী দামে ক্রেতারা এই জুতা কিনতে পারবেন। ‘ওয়াকার’ দ্রুতই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াকার জুতার চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, জেনারেল ম্যানেজার (বিপণন) এম এ এম মুনীম, অপারেশনাল ম্যানেজার শিবঅভ্র চ্যাটার্জি, প্রোডাকশন ম্যানেজার সৈয়দ আবদুল্লাহ আল আরাফাত, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।