লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/09/photo-1436449869.jpg)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনে এগিয়ে থাকা কোম্পানির তালিকায় শীর্ষে ছিল গ্রামীণফোন। আজ দুই হাজার ৫৫৪ বারে এর আট লাখ ৭৩ হাজার ২০৭টি শেয়ার লেনদেন হয়।
কোম্পানিটির শেয়ারের দাম আজ বেড়েছে ২ দশমিক ২২ শতাংশ বা ৭ টাকা ৪০ পয়সা। দিনভর দাম ৩৩৩ টাকা ২০ পয়সা থেকে ৩৪০ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৪০ টাকা। সমন্বয় শেষে দাঁড়ায় ৩৩৯ টাকা ২০ পয়সা, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ দাম। এক মাসে এর সর্বনিম্ন দাম ছিল ৩২২ টাকা ৯০ পয়সা।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে এক হাজার ৯৮০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৪ টাকা ৬৭ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ২৩ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ ২৩ টাকা ১৫ পয়সা।
কোম্পানি সত্তা (এনটিটি) মূল্যায়নে গ্রামীণফোন ‘এএএ’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ কোম্পানিটি সার্বিকভাবে ভালো অবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
২০১৩ সালের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই হিসাব বছরে এর মুনাফা হয় এক হাজার ৪৭০ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ১০ টাকা ৮৯ পয়সা।