বেস্ট ইলেকট্রনিকসের পণ্য কিনে জাপান যাচ্ছেন মোরশেদা
বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড থেকে পণ্য কিনে জাপান ঘুরে আসার সুযোগ পেয়েছেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা মোরশেদা খানম।
ঈদ উৎসব অফারে বেস্ট ইলেকট্রনিকসের মিরপুর-১-এর শোরুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনেছিলেন মোরশেদা। আর এতেই অফারের গ্র্যান্ড প্রাইজ জাপান ভ্রমণের সুযোগ পেলেন তিনি।
আজ রোববার মতিঝিলে বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোরশেদা খানমের হাতে জাপানে তিন রাত থাকা, খাওয়া ও যাতায়াত ভাড়ার অর্থসহ বিমানের টিকেট হস্তান্তর করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক, সিনিয়র ব্যান্ড ম্যানেজার আজমাইন রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড ৬০০ মডেলের পণ্যে মূল্যছাড়, বিনামূল্যে জাপান ভ্রমণের সুযোগ, স্ক্র্যাচ কার্ডে সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিসকাউন্ট, ফ্রি গিফট, প্রতিদিন কক্সবাজার ভ্রমণসহ বিভিন্ন অফার দিয়েছিল। এর মধ্যে গ্র্যান্ড পুরস্কার ছিল জাপান ভ্রমণ।