এনসিসি ব্যাংকের পর্ষদ নির্বাচন স্থগিত করতে নির্দেশ

Looks like you've blocked notifications!

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতকরণের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান।

এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই ব্যাংকের পরিচালক হারুন অর রশিদ। সেই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন। তবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। আগামীকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।