বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ছিল সতর্কবার্তা : গভর্নর

Looks like you've blocked notifications!
আজ রোববার রাজধানীর বিআইবিএম অডিটরিয়ামে সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। ছবি : এনটিভি

ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। তাঁর মতে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। 

আজ রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

ফজলে কবীর বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ছিল সবার জন্য সতর্কবার্তা। বিশ্বে সাইবার চুরি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেইসঙ্গে হ্যাকাররা সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি উন্নত কৌশলের মাধ্যমে এসব সাইবার চুরির ঘটনা ঘটাচ্ছে। তাই দেশের ব্যাংকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় বলে মনে করেন গভর্নর।