অর্থপাচার রোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এমইউ

Looks like you've blocked notifications!

সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে সাহায্য করার জন্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি অ্যান্টি মানি লন্ডারিং সমঝোতা স্মারক (এমইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২-১৭ জুলাই অর্থপাচার রোধের ওপর এশিয়া প্যাসিফিক গ্রুপের (এপিজি) চলমান বৈঠকের পাশাপাশি বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসেস সেন্টারের (অসট্রেক) মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

অসট্রেক অস্ট্রেলিয়ার মানি লন্ডারিং-বিরোধী এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রক ও আর্থিক গোয়েন্দা বিশেষজ্ঞ ইউনিট। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন সম্পর্কিত তথ্য বিনিময় সহজতর হবে।