আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ
দেশের চাহিদা মেটাতে সরকার আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ বুধবার ‘নন-বাসমতি সেদ্ধচাল’ আমদানির এ অনুমোদন দেয়।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, থাইল্যান্ডের মেসার্স সিয়াম রাইস ট্রেডিং লি-এর কাছ থেকে ১৮১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের এ চাল আমদানি করা হবে।
বৈঠক শেষে খাদ্য সচিব এম কায়কোবাদ হোসেন জানান, সরকার ইতিমধ্যে দুই লাখ মেট্রিক টন চাল কিনেছে এবং আরো দেড় লাখ মেট্রিক টন চাল জাহাজ থেকে খালাসের অপেক্ষায় রয়েছে।
তিনি আরো জানান, সরকার চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে আরো সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে, এরই মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।