অর্ধবার্ষিকে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস কমেছে ৮২%
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৮২ দশমিক ৫৪ শতাংশ। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত ইপিএস হয়েছে ১১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা।
২০১৫ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ৪৩ পয়সা, যা আগের হিসাব বছরের এই তিন মাসে ছিল ৩৪ পয়সা।
চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ তিন টাকা ১৯ পয়সা ঋণাত্মক রয়েছে। তবে আগের হিসাব বছরের এ সময়ে ছিল ১৪ টাকা ৩২ পয়সা।
চলতি বছরের অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ছয় পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে দাঁড়িয়েছিল ২৮ টাকা ৮৭ পয়সা।
গত এক মাসের মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৭ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৩০ টাকা ২০ পয়সা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৬ দশমিক ১৪।
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৪০ কোটি ৬৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৪৪ কোটি ৯৪ লাখ টাকা।
বাজারে শেয়ারসংখ্যা ২৪ কোটি ছয় লাখ ৪৩ হাজার ৪৩৪টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৮ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৮ দশমিক ১১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৩ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার।