‘কারিগরি শিক্ষার দিকে না গেলে বেকারত্ব বাড়বে’

Looks like you've blocked notifications!
ক্যাপশন : সেমিনারে উপস্থিত বক্তারা। ছবি : এনটিভি

সাধারণ শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে কারিগরি শিক্ষার দিকে না গেলে দেশে বেকারত্বের হার দিন দিন বেড়েই যাবে। তাই কীভাবে কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরো বিকশিত করা যায় সেদিকে নজর দিতে হবে।

আজ শনিবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অভ্যন্তরীণ ব্যবস্থাপকদের দক্ষতার বিষয়ে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, উচ্চ মাধ্যমিক পাসের পর প্রতিটি শিক্ষার্থীকেই ভাবতে হবে সে কী হতে চায়। সেই অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণ করবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, দক্ষ জনবলের অভাবে প্রতিবছর শত শত কোটি টাকা বিদেশিরা নিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রচুর অদক্ষ কর্মী বিদেশে যাওয়ার কারণে প্রত্যাশিত রেমিট্যান্স আসছে না।

সেমিনারে ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আবুল কাশেম খানসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।