আনুগা মেলায় ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ
বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য ও পানীয়র প্রদর্শনী ‘আনুগা ২০১৭’-তে ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। বিশ্বের ৩৫টি দেশের আমদানিকারকদের কাছ থেকে এ রপ্তানি আদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।
জার্মানির কোলন শহরের কোলন মেসের প্রদর্শনকেন্দ্রে গত ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় বিশ্বের ১০৭টি দেশের সাত হাজার ৪০০ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। আনুগা প্রদর্শনীতে এবার মিলিয়ে মোট ১৪ বারের মতো অংশ নিল প্রাণ।
আজ বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রাণ এক্সপোর্টের সহকারী মহাব্যবস্থাপক গোলাম রসুল জানান, এ বছর দুটি স্টলে পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করে প্রাণ। এসব পণ্যের মধ্যে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল জুস, কনফেকশনারি ও বেকারি পণ্য।
প্রাণ এক্সপোর্টের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান জানান, আনুগা প্রদর্শনী বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়। ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করে, অন্যদিকে ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
মেলায় প্রাণপণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছেন উল্লেখ করে মিজানুর রহমান আরো বলেন, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সম্প্রসারণ করা। বর্তমানে ১৩৪টি দেশে রপ্তানি হচ্ছে প্রাণের পণ্য। এবারের মেলায় নতুন দেশ হিসেবে যুক্ত হলো কলম্বিয়া।
২০১৬-১৭ অর্থবছরে ২৩১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।