কর আদায় প্রক্রিয়াকে হয়রানিমুক্ত করার তাগিদ
কর আদায় প্রক্রিয়াকে হয়রানিমুক্ত করার তাগিদ দিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
আজ বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের সভাকক্ষে নতুন আয়কর আইন বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতবিনিময় সভায় এ কথা বলেন শফিউল ইসলাম।
এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম বলেন, ‘কোনো অস্ত্রসজ্জিত বাহিনীর মতো নয়, বরং এনবিআর কর্মকর্তাদের আন্তরিক আচরণ চায় ব্যবসায়ীরা।’ এ জন্য করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
এনবিআরের উদ্দেশ্যে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে এ দেশকে গড়ার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ করছেন। আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের সাহায্য করব।’
এ সময় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চলে কর কর্মকর্তাদের নিরাপত্তার জন্যই আলাদা টিম গঠন করেছে এনবিআর। এ ছাড়া হয়রানির অভিযোগগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নজিবুর রহমান বলেন, ‘একটা নিরাপদ পরিবেশে আমরা মিলেমিশে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে পারি, সে জন্যই আমরা একটা সেমিনার করেছি।’