বিলুপ্ত ছিটমহলে ঋণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক
সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মানুষকে ঋণসহায়তা দিতে তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালীরহাট বাজারে ঋণ বিতরণের তথ্য যাচাইয়ের ফরম বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম। এ সময় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপমহাব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন, রফিকুল ইসলাম ও শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ঋণ বিতরণ সংক্রান্ত বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মহাব্যবস্থাপক খুরশীদ আলম বলেন, ‘এসব এলাকার মানুষের ঋণ গ্রহণে জাতীয় পরিচয়পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও বিশেষ কর্মসূচির আওতায় তফসিলভুক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋণ প্রদানের সুপারিশ করা হবে। ঋণ বিতরণের প্রাথমিক পর্যায়ে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকে আলাদা ঋণ কার্যক্রম প্রস্তাব পাঠানো হবে।’
মহাব্যবস্থাপক আরো বলেন, ‘পেশা অনুযায়ী ঋণের ব্যবস্থা করা হবে। ঋণসহায়তা পেতে ছিটবাসীদের পাশের বিভিন্ন তফসিলি ব্যাংকে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।