আমাদের খেটে খেতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ছবি : এনটিভি

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে নিজেদের উপার্জন নিজেদেরই ব্যবহার করতে হবে। আমাদের খেটে খেতে হবে।’

আজ শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টারে আয়োজিত দিনব্যাপী কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অর্থের প্রয়োজন। আমাদের অনেক কিছু করতে হচ্ছে একেবারে নতুন করে। প্রায় আমাদের কিছুই ছিল না, সেখানে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সব কিছুর জন্য অর্থের প্রয়োজন।’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা অন্য দেশ থেকে নিয়ে এসে নিজেদের বড়লোক হওয়ার সুযোগ নেই। উপনিবেশ গড়ার মতো সময় আমাদের ছিল না। আমরা নিজেরাই ছিলাম উপনিবেশ। অন্য জায়গায় উপনিবেশ করে সম্পদ নিয়ে এসে বড়লোক হয়ে তারপর দুনিয়াজুড়ে জাহির করা যে আমরা এখন মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি—সেই সুযোগ আমাদের নেই। আমাদের খেটে খেতে হবে। আমাদের এই জমিতে খেটে খেতে হবে, কাজ করে খেতে হবে। সুতরাং আমাদের রাষ্ট্রকে যদি টিকিয়ে রাখতে হয় আমাদের নিজেদের অর্থ, উপার্জন নিজেদেরই ব্যবহার করতে হবে। আমার বিশ্বাস যে, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, আপনাদের কাজের বিশাল অবদান এখানে আছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজস্ব বোর্ডের ঢাকা বিভাগীয় কমিশনার মো. মতিউর রহমান। বক্তব্য দেন বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও সুলতান মো. ইকবাল।

সভাপতির বক্তব্যে রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান ৩০ জুনকে জাতীয় রাজস্ব দিবস ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমাদের রাজস্বের লক্ষ্যমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে।’ এ লক্ষ্যমাত্রা পূরণে তিনি কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।