বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা

দেশের উভয় শেয়ারবাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচক কমেছে। লেনদেনের পরিমাণও কমেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বিক্রির চাপ বাড়া এবং বড় বিনিয়োগকারীরা লেনদেন থেকে সরে থাকায় এ ধরনের প্রবণতা দেখা দিয়েছে।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৫ কোটি সাত লাখ ২৬ হাজার টাকা। লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
কয়েক দিন ধরে শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আজ মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল বলে মনে করেন বাজারসংশ্লিষ্টরা। তাঁদের মতে, তবে অনেকে তেজি বাজারে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারদর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিচ্ছেন।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২০.০৯ পয়েন্ট কমে ৪৮৪৪.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৫.২৫ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে দুই কোটি ২৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত ছিল ২৮টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৩২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, শাহজিবাজার, ইউনাইটেড এয়ার, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, আরএসআরএম স্টিলস ও ইফাদ অটোস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : এইচআর টেক্সটাইল, আজিজ পাইপস, সিভিও পেট্রোকেমিকেল, নর্দার্ন ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, সাফকো স্পিনিংস, মেঘনা পিইটি, ওয়াটা কেমিক্যাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং করপোরেশন।