করদাতা যুবসমাজকে অর্থমন্ত্রীর ধন্যবাদ

Looks like you've blocked notifications!
রাজস্ব ভবনে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, নতুন করদাতাদের বেশির ভাগের বয়স ৪০ বছরের নিচে। তিনি বলেন, ‘তারা রাষ্ট্রকে সাহায্য করতে এগিয়ে আসছে। এসব যুব সমাজকে ধন্যবাদ।’

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারের পাশাপাশি সেখানে আয়োজন করা হয় ভ্যাট মেলার। সেমিনারে বলা হয়, পাঁচ বছর আগে যেখানে ভ্যাট এবং সম্পূরক শুল্ক থেকে আয় ছিল ৬৫ হাজার কোটি টাকা এখন তা পৌঁছে গেছে সোয়া লাখ কোটির ঘরে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সবচেয়ে খুশির বিষয় হলো, যারা এখন নতুন কর দিচ্ছে, তাদের বেশিরভাগের বয়স ৪০ বছরের নিচে। অর্থাৎ আমাদের দেশের যুবসমাজ মনে করে রাষ্ট্র তাদের জন্য কিছু করছে সুতরাং রাষ্ট্রের জন্য তাদের কিছু করা উচিত।’

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বলেন, ‘এ দেশের জনগণ আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে। গত বছর আট লাখ রেজিস্ট্রেশন এবং ৩২ হাজারের মতো মানুষ ভ্যাট দিয়েছে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এনবিআরের ঐকান্তিক প্রচেষ্টায় সেটি ষাট হাজারে উন্নীত হয়েছে।’

সবাই এগিয়ে এলে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ভ্যাট দিবসে সেরা ভ্যাট দাতাদের সম্মানিত করে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় পর্যায়ের ব্যবসায়ী, উৎপাদক ও সেবা খাতের সেরা ৯ ভ্যাট দাতা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ের ১৪০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে এনবিআর, প্রথমবারের মতো তাদের দেওয়া হয় ভ্যাট সম্মামনা কার্ড। সম্মাননা জানানো হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৫ সংবাদকর্মীকেও।