টেক্সটাইল খাতে বিনিয়োগে আগ্রহী চীনের ব্যবসায়ীরা

Looks like you've blocked notifications!
এফবিসিসিআই নেতাদের সঙ্গে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের সভা। ছবি : এনটিভি

বাংলাদেশের টেক্সটাইলসহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে চান চীনের ব্যবসায়ীরা। আজ সোমবার সকালে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের সভায় এ আগ্রহের কথা জানান তারা।

এফবিসিসিআই সভাকক্ষে এই সভায় অংশ নেয় চীনের ১০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। 

এসময় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, চীনে বিভিন্ন শিল্পে প্রযুক্তি এবং শ্রমিকের পেছনে ব্যবসায়ীদের খরচ বেড়েছে সম্প্রতি। এক্ষেত্রে চীনের ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ভালো গন্তব্য হতে পারে বলে মনে করেন তিনি। এছাড়া চীনের ব্যবসায়ীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।