‘ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার ধারণা ভুল’

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আরাস্তু খান। ছবি : এনটিভি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, তাঁর ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন ধারণা সম্পূর্ণ ভুল। বরং ব্যাংকটি বেশ সতর্ক থেকেই ঋণ দিচ্ছে বলে জানান তিনি।

আজ সোমবার ইসলামী ব্যাংকের বার্ষিক কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আরাস্তু খান।

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, গত এক বছরে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হারও কমেছে। সর্বশেষ হিসেবে ব্যাংকটির নন পারফরমিং লোনের হার মাত্র ৩ দশমিক ৫-৬ শতাংশ। গত বছরে ইসলামী ব্যাংক ৭৫ হাজার কোটি টাকারও বেশি আমানত পেয়েছে বলে জানান তিনি। এসময় ব্যাংকের এক কোটি ৮ লাখ হিসাবধারীকে পরিচালনা পর্ষদের ওপর আস্থা রাখার আহ্বান জানান ব্যাংকটির চেয়ারম্যান।