বেনাপোলে আমদানি বাণিজ্য বন্ধ

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমসের কার্গো শাখায় কারপাস জটিলতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দুই পাড়ে আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। ছবি : এনটিভি

যশোরের বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমসের কার্গো শাখায় কারপাস জটিলতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দুই পাড়ে আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক।

বিশেষ করে পচনশীল পণ্য আটকা পড়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। আমদানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল ওঠা-নামাসহ কাজকর্ম রয়েছে স্বাভাবিক।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্য রপ্তানি করতে ট্রাক ড্রাইভার, হেলপার ও ট্রাকসহ পণ্যের বিবরণ সংবলিত কারপাস ফরম পূরণে কাস্টম  অযথা বিলম্ব করার প্রতিবাদে দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রপ্তানি বাণিজ্য অব্যাহত আছে দুই দেশের মধ্যে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতীয় কাস্টমসের কারপাস সমস্যার কারণে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল লোড, আনলোডসহ পণ্য খালাস অব্যাহত আছে। বেনাপোল বন্দর দিয়ে দেশের সিংহভাগ শিল্প-কলকারখানার কাঁচামাল আমদানি হয়ে থাকে।