পুঁজিবাজারে ‘উত্থান পতনের বিষয়টা স্বাভাবিক’

Looks like you've blocked notifications!
ডিএসইর এমডি কে এ এম মাজেদুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

দেশের পুঁজিবাজারে আজ সোমবারও বড় ধরনের দরপতন হয়েছে। এদিন গত কয়েকদিনের পতনকে ছাড়িয়ে গেছে। ভালো কিংবা মন্দ কোনো কিছুই বিচার না করে শেয়ারের দাম কমেই চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বলছে, আগামীকাল মঙ্গলবার থেকেই শেয়ারবাজারের পতন থামবে। ডিএসই এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান বলেছেন, ‘এখানে উত্থান পতনের বিষয়টা অত্যন্ত স্বাভাবিক।’

আজ মার্চেন্ট ব্যাংকার্স, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন এবং টপ ব্রোকারদের নিয়ে বৈঠক শেষে ডিএসইর এমডি মাজেদুর রহমান এসব কথা বলেন।

মাজেদুর রহমান বলেন, ‘কিছুটা সংশয় হয়তো সৃষ্টি হয়েছে। বিশেষ করে দুটি কারণে। একটি হলো স্ট্রাটেজিক পার্টনারকে কেন্দ্র করে, মুদ্রানীতির ফলে যে বিষয়গুলো জড়িত তার কারণে। বাজারের এটা একটা ক্যারেক্টার। এ ক্যারেক্টারে অ্যাডজাস্টমেন্ট হবে। এখানে উত্থান পতনের ব্ষিয়টা অত্যন্ত স্বাভাবিক।’

মাজেদুর রহমান আরো বলেন, ‘সিকিউরিটিজ কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করে দেখেছি, তারাও অচিরেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। আশা করছি, আগামীকাল থেকে ইতিবাচক প্রভাব দেখা যাবে।’

এ সময় ব্রোকারস অ্যাসোসিয়েশন এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ৫৫ পয়েন্টেরও বেশি কমে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৫ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ১০০ পয়েন্ট কমে ১০ হাজার ৭৬৮পয়েন্টে নেমেছে। দুই স্টক এক্সচেঞ্জ মিলে লেনদেন হয়েছে মাত্র ৩০০ কোটি টাকার শেয়ার।