বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ

Looks like you've blocked notifications!
রমজান মাসের আগেই বেড়েছে পেঁয়াজের দাম। ছবি : এনটিভি

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে রমজানের প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও আদা। মৌসুম হওয়া সত্ত্বেও পেঁয়াজের দাম গত তিন সপ্তাহ ধরেই বাড়ছে। এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১০ টাকা।

এরই মধ্যে রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেসব পণ্য কিনতে শুরু করছেন ভোক্তারা। এসব পণ্যের দাম বাড়েনি বলে বিক্রেতারা দাবি করলেও ভোক্তারা তা মানতে নারাজ।

রমজান মাস আসতে বাকি আছে এখনো প্রায় দুই সপ্তাহ। কিন্তু খাদ্যপণ্য কেনাকাটার প্রস্তুতি এখন থেকে শুরু করেছে রাজধানীবাসী। তাঁরা বলছেন, রমজান মাস শুরু হলে দাম বাড়বে, সেইসঙ্গে বাজার করার জন্য সময় বের করাও কঠিন হয়ে যাবে।

কারওয়ান বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘রোজার সময় অফিসের ছুটি মেলে না। আজ শুক্রবার, তাই পরিকল্পনা করে বাজারটা আজই সেরে নিতে চাইছি।’

অন্য এক ক্রেতার আশঙ্কা, রমজান মাসে বেড়ে যাবে পণ্যের দাম। তিনি বলেন, ‘রোজার আগেই প্রয়োজনীয় কেনাকাটা করে নিচ্ছি। কারণ কিছুদিন পরেই দেখা যাবে অনেক বেশি দাম হয়ে যাবে।’

এদিকে রমজানে যেসব পণ্যের দাম বাড়ে, সেসব পণ্য এখনো স্বাভাবিক রয়েছে বলে জানান কারওয়ান বাজারের বিক্রেতারা।

একজন বিক্রেতা বলেন, ‘রমজানের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি। কারণ পর্যাপ্ত পরিমাণ মাল আছে।’

অন্য এক বিক্রেতা বলেন, ‘পেঁয়াজ, রসুন ও আদা—এই তিন পদের দাম বেড়েছে। তবে মুদি বাজারের অন্য কিছুর  দাম বাড়েনি।’

এদিকে কাঁচাবাজারের সঙ্গে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার, সোনালিসহ সব জাতের মুরগির দামই চড়া।