আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ
কারিগরি ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা আজ রোববার সকালে বন্ধ হয়ে গেছে। একই সমস্যায় গত দেড় মাসে কারখানার উৎপাদন চারবার বন্ধ হয়ে যায়।
কারিগরি ত্রুটির কারণে গত দুই মাসে ১১০ কোটি টাকার সারের উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারখানার উৎপাদনক্ষমতা প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ রোববার বেলা ১১টায় সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে লিকেজ হয়ে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে কারখানায় নিজস্ব সার মজুদ নেই।’
তবে আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমদানি করা ৫০ হাজার টন সার মজুদ রয়েছে। ফলে কারখানার আওতাধীন সাত জেলায় সার সংকটের কোনো সম্ভাবনা নেই।