হোস্টিং কিনলেই স্মার্টফোন ফ্রি!

দেশের শীর্ষস্থানীয় ডোমেইন-হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্ট অ্যারোমায় চলছে ‘হোস্টঅ্যারোমা স্মার্টফোন উৎসব-২০১৮’। এই অফারে গ্রাহকরা পাচ্ছেন যেকোনো শেয়ার্ড হোস্টিংয়ের বার্ষিক প্যাকেজে একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট।
শেয়ার্ড আলটিমেট প্যাকেজের সঙ্গে ওয়ালটন প্রিমো এফ এইটএস মডেলের স্মার্টফোন, শেয়ার্ড অ্যাডভান্স প্যাকেজের সঙ্গে স্যামসাং গুরু মিউজিক টু, শেয়ার্ড প্রিমিয়াম প্যাকেজের সঙ্গে সিম্ফোনি ডিফাইভটুআই, শেয়ার্ড বেসিক প্যাকেজের সঙ্গে সিম্ফোনি বি টোয়েন্টি থ্রি মডেলের মোবাইল হ্যান্ডসেট। অফারটি ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত চলবে।