আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ছয় দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ছবি : এনটিভি
ছয় দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সকাল থেকে দুই দেশের শ্রমিকদের মধ্যেই কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দুই দেশের পণ্যবাহী পরিবহনগুলো মালামাল পরিবহন করছে।
গত ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকায় মোট ছয় দিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের জন্য ইমিগ্রেশন অফিস খোলা ছিল।