কাসেম ড্রাইসেলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Looks like you've blocked notifications!

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কাশেম ড্রাইসেলস লিমিটেড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনস লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার বিকেলে কোম্পানির পর্ষদ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩০ জুন শেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর রাজধানীর রাওয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি গত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই বছর শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৫৫ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ৫৩ টাকা ৮৫ পয়সা। 

কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৯২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৯ দশমিক ৮ শতাংশ শেয়ার রয়েছে।