৮ নারীকে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ডস

Looks like you've blocked notifications!
ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য আট নারীকে আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ডস-২০১৯ দেওয়া হয়েছে। ছবি : বিজ্ঞপ্তি

ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য আট নারীকে আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ডস-২০১৯ দেওয়া হয়েছে।

সম্প্রতি এসিআই সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে আটটি বিশেষ ক্যাটাগরিতে তাঁদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড পাওয়া আট নারী হলেন—মাবিয়া আক্তার (খেলাধুলা), কনা (সংগীত), সিলভানা কাদের সিনহা (উদ্যোক্তা), ডা. সাবিনা আক্তার (চিকিৎসাবিজ্ঞান), তানজিনা নাজনিন (শিক্ষা), নাজনিন সি হক (সমাজসেবা), সানিয়া মাহমুদ (করপোরেট) ও ফারজানা মুন্নী (বিউটি ও ফ্যাশন আর্টিস্ট)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ শতাধিক নারী অংশ নেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের আরো এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।