সোনার দাম ভরিতে বাড়ল এক হাজার ৫১৬ টাকা

Looks like you've blocked notifications!

দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। আজ শনিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে দিতে হবে ৪৩ হাজার ৭৪০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে বিশ্ব বাজারে আজ এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনা এক হাজার ১৭৬ ডলার ৫৩ সেন্ট বা ৯২ হাজার ৬৩ টাকা ৪৭ পয়সায় লেনদেন হয়েছে। এ হিসাবে এক ভরি সোনার দাম ৩৭ হাজার ৮৭৮ টাকা। দেশের বাজারের চেয়ে বিশ্ব বাজারে সোনার দাম ভরিতে পাঁচ হাজার ৮৬২ টাকা কম।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিন হাজার ৭৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তিন হাজার ৫৭০ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিন হাজার টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম দুই হাজার ৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮৫ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ছিল তিন হাজার ৬২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল তিন হাজার ৪৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম ছিল দুই হাজার ৮৭০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ছিল এক হাজার ৯৩৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ৮০ টাকা।

এর আগে গত ৪ আগস্ট আরো এক হাজার ২২৫ টাকা ভরিতে কমানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪১ হাজার  ৭৫৭ টাকা।

গত ২২ জুলাই দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫৪০ টাকা কমানো হয়। এতে তখন এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ৯৮১ টাকা।