রমজানে প্রতি কেজি গরুর মাংস ৫২৫ টাকা নির্ধারণ

Looks like you've blocked notifications!

আসন্ন পবিত্র রমজান মাসে গরুর মাংসসহ বিভিন্ন মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার নগর ভবনে মাংস বিক্রেতাদের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নতুন মূল্যতালিকা নির্ধারণ করে দেন।

এ তালিকায় প্রতি কেজি গরুর মাংস ৫২৫ টাকা, মহিষের মাংস ৪৮০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা ও ভেড়ার মাংস ৬৫০ টাকা রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, এবারে প্রতি কেজি গরুর মাংসে ৭৫ টাকা, মহিষের মাংসে ৬০ টাকা, খাসির মাংসে ৩০ টাকা ও ভেড়ার মাংসে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছে।

মেয়র জানান, আগামী ২৭ রমজান পর্যন্ত এ মূল্যতালিকা অপরিবর্তিত থাকবে।