সৎ ব্যবসায়ীকে ফুল বাগানের মতো সেবা দেওয়া হবে : এনবিআর চেয়ারম্যান

Looks like you've blocked notifications!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘এনবিআর সৎ ব্যবসায়ীকে ফুল বাগানের মতো সেবা দিয়ে যাবে। তবে অসৎ ব্যবসায়ীর ওপর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মতো হানা দেওয়া হবে।’ গতকাল শুক্রবার দিবাগত রাতে খুলনার বিএনএস তিতুমীরে ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে রাজস্ব সংলাপে  প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

খুলনার কর কমিশনার সুনিল সাহার সভাপতিত্বে এই রাজস্ব সংলাপে বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক, বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা প্রশাসক মো. মোস্তাফা কামাল, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কোস্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ প্রমুখ।

পরে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, আয়কর আইনজীবী ও পেশাজীবীদের পক্ষ হতে আয়কর, মূসক প্রদানে জটিলতা এবং কাস্টম হয়রানি নিয়ে এনবিআরের চেয়ারম্যানের কাছে সরাসরি প্রশ্ন করা হয়।

এনবিআর চেয়ারম্যান খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির এক প্রশ্ন জবাবে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে খুলনা প্রিন্ট্রিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রির শুল্কমুক্ত গুদাম সিলগালা  করা হয়। আগামী সাতদিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রাজস্ব আদায়ের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সাধারণ শ্রমিকের কর্মসংস্থানের যাতে কোনো ব্যাঘাত না হয়, সে  ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’