লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ জুট স্পিনার্স
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445838326.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৬৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় ১০৫ টাকা ১৮ পয়সা।
এর আগে ২০১২ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর পর থেকে লোকসানে পড়ে কোম্পানিটি। বর্তমানে এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৫ কোটি ৯৭ লাখ টাকা।
১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বর্তমানে জেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এর অনুমোদিত মূলধনের পরিমাণ তিন কোটি ৫০ লাখ টাকা ও পরিশোধিত মূলধন এক কোটি ৭০ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট ১৭ লাখ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৯ দশমিক ৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩০ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের দাম দাঁড়ায় ৫৭ টাকা ৯০ পয়সা।