রাজধানীতে গৃহসজ্জা মেলা শুরু ৬ নভেম্বর

Looks like you've blocked notifications!

‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ শিরোনামে হোম ডেকোর এক্সপো বা গৃহসজ্জা মেলা  ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে আয়োজিত হবে। এ ব্যাপারে ব্র্যাক ব্র্যাংক লিমিটেড ও উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। 

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের প্রধান নির্বাহী (সিইও) সাব্বির রহমান তানিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এই মেলার সঙ্গে সঙ্গতি রেখে মাসজুড়ে দেশব্যাপী ‘ইন্টেরিয়র ডিজাইন কম্পিটিশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

হোম ফেস্টে গৃহসজ্জার যাবতীয় উপাদান—যেমন, ফার্নিচার, লাইটিং, পেইন্ট, টাইলস, ফিটিংসসহ বিভিন্ন সামগ্রীর সমাবেশ ঘটবে। 

দুদিনব্যাপী আয়োজিত ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’-তে ব্র্যাক ব্যাংকের হোম লোন প্রোডাক্ট - আপন ঘর ও নিজের বাড়ির প্রচারণা চালাবে বলে জানা গেছে।