বস্ত্রখাতের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে নেওয়া হবে : বস্ত্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পুরোনো ছবি : এনটিভি

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ২০২১ সালের মধ্যে বস্ত্রখাতের রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতকে আমাদের এগিয়ে নিতে হবে।

আজ রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ কথা বলেন মন্ত্রী।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা, বিকেএমইএসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোলাম দস্তগীর বলেন, দেশে ও বিদেশে বস্ত্র ও পাটখাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আমাদের পাটজাত পণ্য এখন জনপ্রিয় হয়ে উঠছে। এটাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।