ডিএসইতে বিদেশি বিনিয়োগ কমেছে সাত গুণ

Looks like you've blocked notifications!

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিট বিদেশি বিনিয়োগ ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে সাত গুণ কমেছে। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইতে ফেব্রুয়ারিতে বিদেশিদের নিট বিনিয়োগের পরিমাণ ৩১ কোটি ৭৪ লাখ তিন হাজার ৭১৪ টাকা। এ মাসে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৭০ কোটি চার লাখ ২১ হাজার ৯৩০ টাকা। এর মধ্যে বিদেশিরা শেয়ার কেনন ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮২২ টাকার এবং বিক্রি করেন ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার ১০৮ টাকার। 

জানুয়ারিতে আগের মাসের চেয়ে নিট বিদেশি বিনিয়োগ ৬ শতাংশ বাড়ে। ওই মাসে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার ২৮৩ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি। গত ডিসেম্বরে নিট বিদেশি বিনিয়োগ হয়েছিল ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ২৫১ টাকা। 

গত ডিসেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ডিএসইতে শেয়ার কেনেন ৪১০ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭৬৩ টাকার। বিপরীতে শেয়ার বিক্রি করেন ১৯৪ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৫১২ টাকার। বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৬০৪ কোটি ৭৫ লাখ এক হাজার ২৭৫ টাকা। 

গত জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ৩৬৫ কোটি চার লাখ ১৮ হাজার ৭০৪ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪২১ টাকার। এ মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ১২৫ টাকা। 

২০১৪ সালে মোট বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ২০৫ কোটি টাকা। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনেন চার হাজার ৪০৬ কোটি টাকার। এর বিপরীতে তাঁরা বিক্রি করেন এক হাজার ৭৯৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এতে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৬০৮ কোটি টাকা।