ঢাকায় চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বুধবার
চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) এটি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীটির উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতি বছর চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাতের এই বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনীটির আয়োজন করে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।
গতকাল শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন এই মেলার তারিখ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এলএফএমইএবি সভাপতি মোহাম্মদ সায়ফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফ্যারেনহল্টজ। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরও এতে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চীন, ভারত, ইতালি, জাপান, ফ্রান্স, আয়ারল্যান্ড, কুয়েত ও চীন থেকে ৩০টিরও বেশি আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড প্রতিনিধি এতে অংশ নেবে। এ ছাড়া জার্মানি, কানাডা, জাপান ও স্পেন মিশনে কর্মরত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলররা অংশ নেবেন। এখানে এ খাত সংশ্লিষ্ট আরো ২০০ অংশীদার, বিশেষজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।
এবারের প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, এই প্রদর্শনী বাংলাদেশের চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাতের অগ্রাধিকারে ও খাত সংশ্লিষ্ট সবাইকে তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদানে সহায়তা করবে।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এবং এতে বিনামূল্যে প্রবেশ করতে পারবে সবাই।