চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার উদ্বোধন করেন। ছবি : এনটিভি

চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার উদ্বোধন করেন। ২৩তম এই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ইসলামী জঙ্গি ও তালেবান, আল-কায়েদা স্টাইলে যারা মানুষ খুন করে, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত খালেদা জিয়াকে অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ২০-দলীয় জোটের ডাকা হরতাল এখন ভোঁতা হয়ে গেছে। হরতালেও যানজট বেশি হয়। 

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন নেওয়াজ সেলিম ও সৈয়দ জামাল আহমেদ বক্তব্য দেন।