পরিস্থিতি স্বাভাবিক না হলে কঠোর কর্মসূচির হুমকি ব্যবসায়ীদের

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে আজ মতবিনিময় সভা করেন ব্যবসায়ীরা। ছবি : সুমন গোস্বামী

রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। অবিলম্বে অবস্থার উন্নতি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’ আয়োজিত ব্যবসায়ীদের মতবিনিময় সভায় অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, অব্যাহত অবরোধ-হরতালের কারণে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিরাজমান এ পরিস্থিতির দ্রুত অবসান না হলে অসহযোগসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন ব্যবসায়ীরা। 

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বশর চৌধুরী, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলমসহ অন্যরা বক্তব্য দেন।