বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ঢাকা আসছেন ১২ ডিসেম্বর

Looks like you've blocked notifications!
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক ড. কৌশিক বসু

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ড. কৌশিক বসু ১২ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিষয়ের ওপর তিনি বক্তৃতা করবেন। 

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বাসসকে জানান, সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের কর্মকর্তা ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তিনি গ্রামীণ এলাকা পরিদর্শন করবেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। 

সফর শেষে অধ্যাপক ড. কৌশিক বসু ১৬ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন। তাঁর আগমন উপলক্ষে আজ সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।