পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

Looks like you've blocked notifications!

পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ড ওয়ান নামে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল সোমবার বিএসইসির ৫৬১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ফান্ডের আকার হবে ১০ কোটি টাকা। এর মধ্যে পাবলিক অফারের জন্য বরাদ্দ থাকবে আট কোটি টাকা। ফান্ডটির স্পন্সর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। 

ফান্ডটি গঠিত হলে ফান্ডের ইউনিটগুলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে ডিমেট হিসেবে রক্ষিত থাকবে এবং ডিমেট ফর্ম হিসেবে হস্তান্তর করা হবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।